প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2025 ইং
সখীপুরে নিজের ঘর থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে হাবিব (১৫) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্নাখাইরা গ্রামের নিজ ঘরের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাবিব ওই গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের খাবার খেয়ে হাবিব তার নিজ ঘরে ঘুমাতে যায়। আজ রোববার সকালে ঘুম থেকে উঠতে বিলম্ব হওয়ায় তার বাবা লাল মিয়া ডাকাডাকি করেন। একপর্যায়ে জানালার ফাঁক দিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান লাল মিয়া। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত হাবিবের বাবা লাল মিয়া বলেন, রাতেও ছেলের সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটলো বুঝতে পারছিনা।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঞা বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com